"দোহাই আমাকে বাঁচান"
লিখেছেন লিখেছেন চাটগাইয়া নওজোয়ান ২১ জানুয়ারি, ২০১৬, ০৭:২৮:৩২ সন্ধ্যা
...আমার নাম কর্ণফুলী. আসামের লুসাই উপত্যকায় আমার জন্ম. আমার জন্মতারিখ, বার, সাল কবে তা আমার জানা নাই... https://m.youtube.com/watch?v=baT9UFLZTs0 তবে অনাদি কাল ধরে মনের আনন্দে আমি প্রবাহমান বিশাল পার্বত্য চট্টগ্রামের বুক চিরে বন্দরনগরী চট্টগ্রাম হয়ে মিশে গিয়েছি বিশাল বঙ্গোপসাগরে... https://m.youtube.com/watch?v=sK_gCn_fKqY কোন এক পাহাড়ী রাজকন্যা আমার স্বচ্ছ পানিতে গোসল করিতে আসলে আমি বেরসিক সেই পাহাড়ী রাজকন্যার কানের ফুল ভাসিয়ে নিয়ে যাই, তখন থেকেই আমি কর্ণফুলী নাম ধারন করি.. আমাকে ঘিরেই গড়ে উঠেছে তোমাদের "প্রাচ্যের রানী" খ্যাত আলোক ঝলমলে অনিন্দ সুন্দর এই চট্টগ্রাম মহানগরী... আমাকে নিয়ে তোমরা যখন কবিতা লিখ, গান লিখ, সাহিত্যচর্চা কর তখন আমি গর্ব অনূভব করি... আর যখন তোমরা আমার শরীরের অংশ দখল করতে উদ্যত হও, শিল্প বর্জ্য, মানব বর্জ্য এবং আরো নানা ধরনের বিষাক্ত পদার্থ আমার বুকের মধ্য দিয়ে প্রবাহিত করে দাও তখন আমি অসুস্থ হয়ে পড়ি.. আমার জন্মের পর হতে এই পর্যন্ত সুদীর্ঘ জীবনে আমি শুধুমাত্র একবার বাধা প্রাপ্ত হয়েছিলাম. সেটা ১৯৬০ সালে যখন "কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র" স্হাপন করা হয় তখন.. সেই সময় আমি খুব কেঁদেছিলাম পরে যখন জানলাম এই প্রকল্প তোমাদের আলোকিত করবে তখন আমার কান্না প্রাণোচ্ছল হাসিতে রূপ নিয়েছিল আমি খুব খুশী হয়েছিলাম... https://m.youtube.com/watch?v=Mz9ISAOFics ... বেশ সুন্দরই কাটছিল আমার জীবন..আমার দুই পাশে গড়ে উঠেছে অনেক শিল্প কারখানা যেখান থেকে জীবিকা নির্বাহ করছে লক্ষ লক্ষ মানুষ.. আমার সেচের পানিতে আমি সদা উর্বর রাখছি তোমাদের ফসলী জমি ... বড় আশা নিয়ে আমার বুকে জাল ফেলত আমার দুই কূলের জেলেরা. আমি তাদের কালো জালে রাশি রাশি ছোট বড় রূপালী মাছে ভরিয়ে দিয়ে মুখে সোনালী হাসি ফোটাতাম.. আমার দুপাশে রয়েছে হাজারো বাড়ীঘর, হাটবাজার, মসজিদ কবরস্হান. সবার সাথেই আমার সম্পর্ক অত্যন্ত নিবিড়. এখনো কোন সাম্পান ওয়ালা যখন ভাটিয়ালি গেয়ে সাম্পান চালিয়ে যায় আমি মুগ্ধ শ্রোতার মতই তার গান শুনে শিহরিত হই... আমার বুকের উপর এই পর্যন্ত নির্মিত হয়েছে চার চারটি বিশাল সেতু. অতি দ্রুত আমার তলদেশ দিয়ে নাকি ট্যানেল নির্মাণ কাজ শুরু হবে,.. সত্যি আমি কত ভাগ্যবান. এর পরেও আমি আর নিজের প্রতি ভরসা রাখতে পারছি না সম্প্রতি অসাবধানতা ও অবহেলার কারণে আমার দূষনের মাত্রা অতীতের যেকোন সময়ের চেয়ে বেশি হচ্ছে. আমি আমার রোগাক্রান্ত অবয়ব দেখে নিজেই শিউরে উঠছি বিভিন্ন খবরের কাগজে লেখা হয়েছে আমি নাকি দূষনের ক্ষেত্রে বুড়িগঙ্গার ভাগ্য বরণ করতে যাচ্ছি.. একথা শুনে আমার দারুণ ভয় হচ্ছে. আর সত্যিই যদি তাই হয়ে থাকে তাহলে ভাববো আমার মৃত্যু অতি সন্নিকটে. তাই বড় ছোট সবার প্রতি আমার আমার সবিনয় আবেদন আমাকে বাঁচতে সাহায্য করুন. দোহাই আমাকে বাঁচান... মনে রাখবেন আমি শুধু চট্টগ্রামের লাইফ লাইন নই আমি সমগ্র বাংলাদেশের লাইফ লাইন.. তাই আবারো অনূরোধ করছি আমার জীবনটা বাঁচান....
বিষয়: বিবিধ
১৬৯৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন